Type Here to Get Search Results !

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি; Rajshahi wasa new job circular 2022 #Jobsstudyhome

 




পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ

(রাজশাহী ওয়াসা)। বাসা নং-২৮৪, সেক্টর-২ হাউজিং এস্টেট, উপশহর রাজশাহী-৬২০২ ।

www.rajshahiwasa.org.bd


নিয়ােগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার বিভাগ, পানি সরবরাহ-৩ শাখার ১৮.০১.২০২২ তারিখের ৪৬.০০.০০০০.০৮৪.১১.০৮৪.১৮.০৯ নং স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে রাজশাহী ওয়াসা, রাজশাহীর নিম্নবর্ণিত শূন্য পদসমূহ রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

পদের নামঃ সহকারী প্রকৌশলী

পদ সংখ্যাঃ ০৪(চার)টি। (সিভিল-২),(ইলেট্রিক্যাল-১) এবং (মেকানিক্যাল-১)।

বেতন স্কেলঃ | ২২,০০০-৫৩,০৬০/- |

| শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা

(ক) কোনাে স্বীকত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,

(গ্রেড-৯) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ওয়াটার রিসাের্স

বিষয়ে অনান স্নাতক বা সমমানের ডিগ্রি;

(খ) শিক্ষা জীবনের কোনাে স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা

সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযােগ্য হইবে না।



২। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী |

পদ সংখ্যাঃ০৭(সাত)টি | (সিভিল-৩)(মেকানিক্যাল-১) (সিএসই-১)(ইলেট্রিক্যাল-২)

বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০/- | (গ্রেড-১০)।


শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা ঃ

(ক) কোনাে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অন্ন

সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিএসই প্রকৌশলে ডিপ্লোমা

ডিগ্রি অর্জনকারী।



শর্তাবলীঃ ১. | নির্ধারিত আবেদন ফরম এবং প্রবেশপত্র রাজশাহী ওয়াসার ওয়েবপাের্টাল www.rajshahiwasa.portal.gov.bd এ এবং রাজশাহী ওয়াসা, রাজশাহীর প্রশাসন শাখায় পাওয়া যাবে। আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়ােজনীয় তথ্য প্রদান করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 1 বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। | ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা, রাজশাহী বরাবর আবেদন করতে হবে।


খামের উপরে মােটা অক্ষরে পদের নাম সুস্পষ্টভাবে এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। | বিভাগীয়/চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের কোনাে অগ্রিম কপি। গ্রহণযােগ্য বলে বিবেচিত হবে না। নির্ধারিত সময়ের পর কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তােলা ০৩(তিন) কপি ৫x৫ সে.মি. আকারের রঙিন ছবি আবেদনপত্রের নির্ধারিত



স্থানে সংযুক্ত করতে হবে। প্রার্থীকে ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে অর্ডার এর মাধ্যমে ৫০০/-(পাঁচশত) টাকা (অফেরতযােগ্য) জমা দিয়ে ব্যাংক ড্রাফট/পে অর্ডার এর মূলকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফরমের নির্ধারিত স্থানে ব্যাংক ড্রাফট/পে অর্ডার

নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে।

গ) নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইসর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ও ঠিকানা সংবলিত ১৫/-(পনের) টাকার ডাকটিকিট লাগানাে ৯.৫" x ৪.৫" সাইজের একটি আলাদা খাম সংযুক্ত করতে হবে ।

ঘ) প্রবেশপত্র স্বহস্তে পূরণ (প্রযােজ্য অংশ) করে দাখিল করতে হবে। প্রবেশপত্রের নির্ধারিত স্থানে ৫x৫ সে.মি. আকারের ০১ (এক) কপি রঙিন

সত্যায়িত ছবি আঠা দিয়ে সংযুক্ত করতে হবে। | প্রার্থীর বয়সসীমা ১৩.১০.২০২২খ্রিঃ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক

প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

৯. | লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপি উপস্থাপন/দাখিল করতে হবেঃ


(ক) শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সনদ/মূল সাময়িক সনদ। (খ) সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ০১ (এক) কপি নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। (গ)। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ০১ কপি চারিত্রিক সনদ। (ঘ) । | জাতীয় পরিচয়পত্রের মূলকপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে

পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মূল জন্মনিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। | বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। সেক্ষেত্রে

প্রার্থীকে তার দাবীর স্বপক্ষে সরকার নির্ধারিত সনদ/প্রমাণক আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। (চ) অভিজ্ঞতার সনদ (যদি থাকে)। ০. | লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়ােগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ ও রেকর্ডপত্রের সত্যায়িত

ছায়ালিপি ০১ (এক) সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট

নাম, পদবি ও সিল থাকতে হবে ।

১১.। আবেদনপত্র আগামী ১৩.১০.২০২২খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযােগে ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা, বাসা নং-২৮৪, সেক্টর-২

হাউজিং এস্টেট, উপশহর রাজশাহী-৬২০২ তে ডাকযােগে পৌছাতে হবে। সরাসরি কোনাে আবেদনপত্র এ কার্যালয়ে গ্রহণ করা হবে না। অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত দরখাস্তসমূহ বাতিল বলে গণ্য হবে।

নিয়ােগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে।

১৩. | নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনাে টি.এ/ডি.এ দেয়া হবে না।

১৪. || কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযােজন, বিয়ােজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

১৫. | আবেদনপত্র গ্রহণবাতিল ও নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনাে আপত্তি উত্থাপন করা যাবেনা।

১৬. | কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ