Type Here to Get Search Results !

বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রােগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি। B.ed & Med admission circular 2021-22



 জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর অধীনে বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রােগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি।

Fall ২০২২ সেপ্টেম্বর-ফেব্রুয়ারী)। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- এর অধীনে ১ বছর মেয়াদী বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রােগ্রাম ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

ভর্তির যােগ্যতাঃ | বিএড (প্রফেশনাল) প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে স্নাতক/ডিগ্রি পাশ হতে হবে। তবে গ্রেডিং পদ্ধতিতে জিপিএ-২.৫০ এর কম প্রাপ্ত (মাধ্যমিক/সমমান) এবং পাস কোর্সের ক্ষেত্রে ৩ শ্রেণি গ্রহণযােগ্য হবে না। তবে চাকুরীরত (সরকারি-বেসরকারি) প্রতিষ্ঠানের প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।

এমএড (প্রফেশনাল): বিএড (প্রফেশনাল) প্রােগ্রামে উল্লিখিত যােগ্যতাসহ প্রার্থীকে অবশ্যই বিএড ডিগ্রিধারী হতে হবে।



আবেদনপত্র সংগ্রহ ও জমাঃ আগামী ২৬ আগষ্ট ২০২২ থেকে ১০ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত www.jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলােড করে পূরণকৃত আবেদনপত্রসহ সকল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি স্ক্যান করে office@icr.jnu.ac.bd ইমেইলে প্রেরণ করতে হবে।

০১৭১১৯৮৯৬৬৭ নম্বরে আবেদন ফি ১০২০/- টাকা বিকাশে পাঠিয়ে ট্রানজেকশন নম্বর ই-মেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- এর অফিস থেকে সরকারি ছুটির দিন সহ অন্যান্য যেকোন দিন সরাসরি আবেদনপত্র উত্তোলন এবং পূরণকৃত আবেদনপত্র জমা দেওয়া যাবে।


এনজিও চাকুরির বিজ্ঞপ্তি জানতে ক্লিক করুন এখানে


লিখিত ভর্তি পরীক্ষার তারিখ:

বিএডঃ ১৬-০৯-২০২২ খ্রিষ্টাব্দ, সকাল ১০ঃ০০টা - ১১:০০টা

এমএড ঃ ১৬-০৯-২০২২ খ্রিষ্টাব্দ, বিকাল ০৩ঃ৩০টা - ০৪:৩০টা ফলাফল ঘােষণা: ১৭-০৯-২০১২ খ্রিষ্টাব্দ ।


যােগাযােগের ঠিকানাঃ

আইইআর অফিস কক্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০ স অঃ ২৩-০৯-২০২১ খ্রিষ্টাব্দ সাপ্তাহিক ক্লাশঃ শুক্রবার ও শনিবার।

ফোনঃ ০২৯৫৩৪২০৪, ০১৭১১৯৮৯৬৬৭, ০১৬৩৩৩৮৮৫২৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ