Type Here to Get Search Results !

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়মিত মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ ; master degree Admission update under National University

 2020 -21 শিক্ষাবর্ষে  নিয়মিত মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

 জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠানে যে সকল বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্স প্রোগ্রাম চালু আছে সে সকল প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন । নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য অবশ্যই আবেদন কারীকে সম্মান ডিগ্রী সম্পন্ন হতে হবে।

এনজিও চাকুরির বিজ্ঞপ্তি জানুন এখানে ক্লিক করুন;





আবেদনের যোগ্যতাঃ

নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীকে যে কোন বিষয়ে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী সম্মান বা সমমানের ডিগ্রী সম্পন্ন হতে হবে।সেই সাথে রেজাল্ট সর্বনিম্ন ২.৫ থাকতে হবে। 

এক বছর মেয়াদী বিএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন;

) জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ২০১৬ সাল তৎপরবর্তী সালসমূহে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫নম্বর অথবা গ্রেডিং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ .২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে। তবে চার বছর মেয়াদী  স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত কোন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না।

) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সাল তৎপরবর্তী সালসমূহে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় সনাতন  পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ .২৫ প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট তিন বছর মেয়াদী ¯স্নাতক (পাসনিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ .২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন  করতে পারবে। তবে এক বছর মেয়াদী প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট)/ ১ম পর্ব মাস্টার্স (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থী ভর্তি  কার্যক্রমে আবেদন করতে পারবে না।

) এখানে উল্লেখ্য যে, উপরিউক্ত শর্তপূরণ সাপেক্ষে ¯স্নাতক (সম্মান) প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় উত্তীর্ণ  শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের পঠিত বিষয়ে ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।

) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোন প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২০- ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না। লক্ষ্যেজাতীয় বিশ্ববিদ্যালয়/অন্য কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে  কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি/রেজিস্ট্রেশন  বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো”- মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইন আবেদনে স্ক্যান করে  আপলোড করতে হবে। উক্ত শর্ত ভঙ্গ করে কোন শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি/রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন তথ্য/ছবি অসত্য, ভুল বা অসস্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনকারীর ভর্তি রেজিস্ট্রেশন বাতিল  বলে গণ্য হবে।

সরকারী চাকুরির বিজ্ঞপ্তি জানুন এখানে ক্লিক করুন;

আবেদনের নিয়মঃ

প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়

) আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Master TAb  গিয়ে Apply Now(Master Reg) অপশনে ক্লিক করতে হবে এবং  ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে আবেদনকারীর ¯স্নাতক (সম্মান)/¯স্নাতক (পাস) ১ম পর্ব মাস্টার্স/প্রিলিমিনারী টু মাস্টার্সপরীক্ষার রোল নম্বররেজিস্ট্রেশন নম্বর, পাসের সন, নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর -মেইল এ্যাড্রেস্ সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। এছাড়াজাতীয়  বিশ্ববিদ্যালয়/অন্য কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয়  বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি/রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো”- মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত  একটি অঙ্গীকারনামা স্ক্যান করে অনলাইন আবেদনে আপলোড করতে হবে। 

) আবেদনকারীকে তথ্য ছকের নির্ধারিত ¯’ানে সঠিক GENDER (Male/Female) এন্ট্রি দিতে হবে। উল্লেখ্য যে,  ইচ্ছাকৃত অথবা GENDER ক্রটির  কারণে কোন পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।

গ) আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোন কলেজের নাম Select  করলে সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে তার ভর্তি যোগ্য বিষয় ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সর্তকতার সংগে তার প্রার্থিত বিষয় নির্ধারণ করতে হবে ।


ঘ)মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য  কোটায় ভর্তি হতে ই”ছুক এমন আবেদনকারীকে তথ্য ছকের নির্দিষ্ট ¯’স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select  করতে হবে। এখানে উল্লেখ্য যে, পোষ্য কোটায় শুধুমাত্র জাতীয় বিশ^বিদ্যালয়ে বর্তমানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান/সন্তানাদি আবেদন করতে পারবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজনআবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে। এখানে উল্লেখ্য যে, কোটার জন্য সংরক্ষিত আসনবিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে।

ঙ)ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ হবে ১২০*১৫০

Pixels Image type ;jpeg এবং maximum file size :৫০kb. এখানে উল্লেখ্য যে, আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলোড করা হলে ঐ আবেদনকারীর ভর্তিও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

চ) আবেদনকারীকে সঠিক তথ্য ও ছবিসহ অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে A4 পেজে  অফসেট সাদা কাগজে] প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে।

আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত ¯স্থানে তারিখসহ স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সঙ্গে আবেদনকারীর

স্নাতক (সম্মান)/স্নাতক (পাস) ও প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে, সে সকল আবেদনকারীকে তাদের মোবাইল নম্বরে ঝগঝ এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। কলেজে আবেদন পত্র জমা দেয়ার পরে আবেদনকারী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে, তার আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে।

ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি জানুন এখানে ক্লিক করুন;

অনলাইনে আবেদনের সময়সীমাঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষেমাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ০৫ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৬ অক্টোবর ২০২২ তারিখ থেকে শুরু হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ