Type Here to Get Search Results !

সেতু (SETU) জাতীয় ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা নিয়ােগ বিজ্ঞপ্তি ।। www.setu.ngo ।।সেতু_NGO_job_circular_2022

 নিয়ােগ বিজ্ঞপ্তি

সেতু (SETU) জাতীয় ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা।

বিগত ৪০ বছর যাবত ক্ষুদ্রঋণ কর্মসূচী, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উদ্বুদ্ধকরণ, শিশুশ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। সংস্থা বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের ১৬টি জেলায় প্রায় ১.৮০ লক্ষ পরিবারে সেবা প্রদান করছে। এমআরএ নিবন্ধনভূক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র্য বিমােচন কর্মসূচীর আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম-লিখিত পদে দরখাস্ত আহবান করা হচ্ছেঃ

সেতু (SETU) জাতীয় ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা নিয়ােগ বিজ্ঞপ্তি  ।।  www.setu.ngo ।।সেতু_NGO_job_circular_2022


(১) পদের নাম: সহকারী পরিচালক (ক্ষুদ্র ঋণ কর্মসূচী), পদ সংখ্যা: ০১, শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনুর্ধ ৫০ বছর, সংশ্লিষ্ট পদে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা,

বেতন: শিক্ষানবিশকাল ৯৬,২৫০/= টাকা এবং নিয়মিতকরণের পর ১,১০,০০০/= টাকা।



(২) পদের নাম: সমন্বয়কারী, ক্ষুদ্র ঋণ কর্মসূচী, পদ সংখ্যা: ০২, শিক্ষাগত যােগ্যতা:

স্নাতকোত্তর, বয়স: অনুর্ধ্ব ৪৫ বছর, সংশ্লিষ্ট পদে ০৬ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: | শিক্ষানবিশকাল ৭০,০০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৮০,০০০/= টাকা।


(৩) পদের নাম: জোনাল ব্যবস্থাপক, পদ সংখ্যা: ০৪, শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর,

বয়স: অনুর্ধ্ব ৪৫ বছর, সংশ্লিষ্ট পদে ০৪ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: শিক্ষানবিশকাল | ৪৯,০০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৫৬,০০০/= টাকা।


(৪) পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক, পদ সংখ্যা: ০৬, শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর,

বয়স: অনুর্ধ্ব ৪০ বছর, সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: শিক্ষানবিশকাল

৩৭,৪৫০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৪২,২০০/= টাকা।


(৫) পদের নাম: প্রশিক্ষক, পদ সংখ্যা: ০২, শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনুর্ধ্ব | ৪০ বছর, ক্ষুদ্র ঋণ কার্যক্রমসহ প্রশিক্ষণ পরিচালনায় ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা,

বেতন: শিক্ষানবিশকাল ২৭,৭৫০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৩১,০০০/= টাকা।


(৬) পদের নাম: শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা: ৫০, শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর, | বয়স: ২৮-৩৫ বছর, সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: শিক্ষানবিশকাল ২৪,০৫০/= টাকা এবং নিয়মিতকরণের পর ২৬,৮০০/= টাকা। পদের নাম: ফিল্ড অফিসার, পদ সংখ্যা: ১৫০, শিক্ষাগত যােগ্যতা: ন্যূনতম স্নাতক, বয়স: ২৫-৩৫ বছর, অভিজ্ঞতা: প্রযােজ্য নয়, বেতন: শিক্ষানবিশকাল ১৮,০০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ২০,০০০/= টাকা।


শর্তাবলী

১। শিক্ষানবীশকাল ০৬ (ছয়) মাস।

২। নিয়মিতকরণের পর সংস্থার চাকুরী বিধি অনুযায়ী উৎসব ভাতা, নববর্ষ ভাতা, ১০% সিপিএফ,

বীমা, আনুতােষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

৩। ৬ ও ৭ ক্রমিকভূক্ত পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন।

৪। ৩, ৪, ৬ ও ৭ ক্রমিকে মটর সাইকেল বিল প্রাপ্ত হবেন।

৫। সকল পদে মােবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন।

৬। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বয়সসীমা শিথিলযােগ্য।

৭। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযােগ্য। চাকুরী নিয়মিতকরণের পর ন্যূনতম ০৩ (তিন) বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে।

৮। চাকুরীতে যােগদানের সময় নগদ ১০,০০০/= (দশ হাজার) টাকা ফেরতযােগ্য জামানত দিতে হবে।

৯। প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মটর সাইকেল চালাতে হবে।

১০। লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে।

১১। ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে।


আবেদন পদ্ধতিঃ

পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তােলা ৩ কপি পাসপাের্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র সহ সকল সনদপত্রের কপি, মােবাইল নম্বর উল্লেখ পূর্বক স্বহস্তে লিখিত আবেদন পত্র আগামী অক্টোবর ১৬, ২০২২ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, টি এন্ড টি কলােনী রােড, কোর্টপাড়া, পােষ্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০ এর ঠিকানায় সরাসরি/ কুরিয়ার/ডাকযােগে পৌছাতে হবে। প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

বিস্তারিতঃ www.setu.ngo

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ