Type Here to Get Search Results !

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) NOTUN নিয়োগ বিজ্ঞপ্তি ।। MSS RECENT NEW JOB CIRCULAR 2022

 মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)
Working for de Paule

MSS মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমােচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থার ১৫৪টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিমোক্ত পদে কর্মী নিয়ােগের জন্য দক্ষ, সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে। দরখাস্ত আহবান করা হচ্ছে। |



ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ)ঃ ৫০ জন।

যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস। বয়স সর্বোচ্চ ৪০ বৎসর। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে স্ব-পদে মােটরসাইকেল ন্যূনতম ০১ বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৫ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় | | ন্যনতম ০৩ বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৬ বছরের ন্যায়) অভিজ্ঞতা থাকতে হবে। স্থায়ীকরণের পর মাসিক মােট বাই-সাইকেল/মটর সাইকেলের সুদবিহীন ঋণ বেতনঃ ৩৩,০০০ - ৩৬,০০০ টাকা


লােন এন্ড সেভিংস অফিসার (এমএসই)ঃ ৩০ জন

যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস।

বয়স সর্বোচ্চ ৩৫ বৎসর। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ/মাইক্রো এন্টারপ্রাইজ ঋণ কার্যক্রমে মাঠকর্মী। শিক্ষার পদে ন্যনতম ০৩ বছর অভিজ্ঞতাসহ ঋণ কার্যক্রমে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমান/সর্বশেষ কর্মরত মাসিক মােট বেতনঃ ২৫,০০০ - ২৯,৩০০ টাকা।


কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও)ঃ ২০০ জন । যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস। ২৯, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে পশ্চিম ন্যূনতম ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সবেচ্চি ৩৫ বৎসর। স্থায়ীকরণের পর মাসিক অবশ্যই । মােট বেতনঃ ২১,৪০০ - ২৫,১০০ টাকা।


অন্যান্য সুবিধাদি :

উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী নিরাপত্তা তহবিল,জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মােবাইল ফোন ভাতা,চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনা জনিত বীমা সুবিধার ,আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি,সুবিধাসহ সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধা প্রযােজ্য হবে।



আবেদনের নিয়মাবলী :

আগ্রহী প্রার্থীদের আগামী ১৩/১০/২০১২ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক ডায়ীকরণের পর সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি,

প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে) এবং সদ্য তােলা এক কপি পাসপাের্ট সাইজ রঙ্গীন ছবিসহ নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থ তলা),পান্থপথ, ঢাকা-১২০৫” বরাবর আবেদন করতে হবে যা সরাসরি হাতে হাতে/ডাক/কুরিয়ার যােগে পাঠাতে হবে। আবেদন পত্র ও খামের উপর পদের নাম উল্লেখ্য করতে হবে.




এই নিয়ােগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েব সাইট www.mssbd.org/career এ পাওয়া যাবে।

এমএসএস নারীদের সম-সুযােগ প্রদান করে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ