Type Here to Get Search Results !

নবলোক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি; Nobolok NGO new job circular;

 দক্ষিণ অঞ্চলের স্বনামধন্য বেসরকারী উন্নয়ন সংস্থা নবলােক পরিষদ, পিকেএসএফ এর সহযােগীতায় পরিচালিত ঋণ কার্যক্রমে অস্থায়ী পদে নিম্নে উল্লেখিত পদে দরখাস্ত আহ্বান করছে।


পদের নাম: এরিয়া ব্যবস্থাপক

সংখ্যা:(০৩জন)

বয়স: ৩০- ৪০

বেতন: শিক্ষানবীশকাল ৪০,০০০/- এবং স্থায়ীকরণের পর সংস্থার পে-স্কেল অনুযায়ী বেতন: ৪৯,৬২০/-


শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা:

ন্যূনতম স্নাতকোত্তরসহ পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত সংস্থায় এরিয়া ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে বছরের ঋণ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা। ২। কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনার কাজে দক্ষতা থাকতে হবে।




পদের নাম: শাখা ব্যবস্থাপক

সংখ্যা:(১৫ জন)

বয়স: বয়স ২৫-৩৫ |

বেতনঃ শিক্ষানবীশকাল ৩২,০০০ থেকে ৩৬,০০০/- এবং স্থায়ীকরণের পর সংস্থার পে-স্কেল অনুযায়ী - ৩৯২৫০ থেকে ৪১৮০০/-


শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতকসহ পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ৩ বছরের ঋণ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা। কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনার কাজে দক্ষতা থাকতে হবে।



 পদের নাম: হিসাবরক্ষক |

সংখ্যা:(১৫ জন)

বয়স: ২৫- ৩৫

বেতনঃ শিক্ষানবীশকাল ২৪,০০০ থেকে ২৬,০০০/- এবং স্থায়ীকরণের পর সংস্থার পে-স্কেল অনুযায়ী বেতনঃ ৩০,০৭০ থেকে ৩২৬২০/-



শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা:

বি.কম পাশসহ পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত সংস্থায় কমপক্ষে ২ বছরের হিসাবরক্ষক হিসেবে কাজ কার অভিজ্ঞতা। কম্পিউটার, সফটওয়্যার পরিচালনার ও রিপােটিং কাজে দক্ষতা থাকতে হবে।



পদের নাম: মাঠ কর্মকর্তা

সংখ্যা: ৭৫ জন

বয়স: ২১- ৩২


বেতনঃ শিক্ষানবীশকাল ১৮,০০০ থেকে ২২,০০০/- এবং স্থায়ীকরণের পর সংস্থার পে-স্কেল অনুযায়ী ২৩,১০০ থেকে ২৯,০৫০/-৩।১,০০০ থেকে ৯,০০০/- পর্যন্ত যাতায়াত ভাতা (শর্ত সাপেক্ষে) সুবিধা রয়েছে।


শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা:

 ন্যূনতম স্নাতক পাশসহ পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত সংস্থায় কমপক্ষে ৩ বছর ঋণ কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা।




অন্যান্য সুবিধাঃ বার্ষিক বর্ধিত বেতন ৫%, ১০% ও ২০% পর্যন্ত,অর্জিত ছুটির সর্বশেষ ৬ মাসের প্রাপ্য প্রদান, পিএফ সংস্থার অনুদান ১০%, উত্সব ভাতা ২.৫টি, গ্রাচ্যুইটি সর্বোচ্চ ৩টিসহ দুপুরের খাবার বাবদ ৭০ টাকা, নারী কর্মীদের বিশেষ আবাসন ভাতা ৫০০/ টাকাসহ পুরুষদের আবাসন সুবিধা ও মােবাইল বিলসহ অন্যান্য সুযোেগ সুবিধাদী সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।


২। ১,২ ও ৩নং পদের জন্য মটর সাইকেল চালানাের বৈধ লাইসেন্স থাকতে হবে। ||


৩। প্রার্থীকে দূর্গম ও লবণাক্ত এলাকাসহ যে কোন এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।


৪। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।


আবেদনের নিয়মঃ স্ব-হস্তে লিখিত দরখাস্ত সাথে সদ্য তােলা ২ কপি পি.পি, ছবি, নাগরিকত্বের সনদপত্র, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য আনুসঙ্গিক কাগজপত্র সহ নির্বাহী পরিচালক বরাবর নিম্নবর্ণিত ঠিকানায় আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে।




বিঃদ্রঃ- কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। প্রার্থীদের সঙ্গে যােগাযােগের জন্য আবেদনপত্রে অবশ্যই মােবাইল নম্বর উল্লেখ করতে অনুরােধ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ