নিয়ােগ বিজ্ঞপ্তি
আশা এনজিওতে (ASA NGO)
| “আশা নরপতি স্বাস্থ্য কেন্দ্র” ও “আশা-ম্যাট্স” -এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে উপযুক্ত | প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছেঃ |
পদের নাম ও সংখ্যাঃ মেডিকেল অফিসার-কাম-লেকচারার- ০২ (দুই) জন।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃ উল্লেখিত পদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা এমবিবিএস পাশ হতে হবে। | সংশ্লিষ্ট পদে ক্লিনিক বা হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হালনাগাদ বিএমডিসি রেজিষ্ট্রেশন থাকতে হবে ।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর। |
সাব-রেজিষ্টার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জানুন এখানে ক্লিক করুন
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিঃ মাসিক বেতন সর্বসাকুল্যে ৫৫,০০০/- টাকা। ১ বছর শিক্ষানবিশকাল।
শিক্ষানবিশকালে মাসিক স্থিরকৃত বেতন প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে নিয়মিত বেতন কাঠামােভুক্ত | করাসহ পি.এফ ও সার্ভিস বেনিফিট সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক উৎসব ভাতা, নববর্ষ ভাতা, | এমপ্লয়ীজ গ্রুপ বেনিফিট ফাণ্ড ইত্যাদি প্রযােজ্য হবে। |
কর্মস্থলঃ “আশা নরপতি স্বাস্থ্য কেন্দ্র”, নােমান নগর, দক্ষিণ নরপতি, চুনারুঘাট, হবিগঞ্জ। কর্মস্থলে সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প খরচে আবাসনের ব্যবস্থা আছে।
আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ উক্ত পদের জন্য ২ জন মহিলা ডাক্তার নেয়া হবে তবে, স্বামী/স্ত্রী একত্রে আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি ও ৫ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেট লাগানাে ফেরত খামের উপর প্রার্থীর বর্তমান ঠিকানা লিখে প্রেসিডেন্ট, আশা বরাবর ২৫/০৮/২০২২ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে কোনাে সনদ পত্রের ফটোকপি জমা দেয়ার প্রয়ােজন নেই। তবে সাক্ষাঙ্কারের সময় শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের মূলকপি দেখাতে হবে। নির্বাচিত প্রার্থীকে যােগদানের সময় | সংস্থার নিয়মানুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জামানত (ফেরতযােগ্য) হিসেবে জমা দিতে হবে-যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের লভ্যাংশের হারে লভ্যাংশ দেয়া হবে। খামের উপর অবশ্যই পদের | নাম উল্লেখ করতে হবে। প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে।
| (কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরবর্তী নিয়ােগ প্রক্রিয়ার জন্য ডাকা হবে)। আশা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ নম্বরঃ ০০৪৭০-০০৫৩৮-০০১০০ আশা আশা টাওয়ার- ২৩/৩, বীর উত্তম এএনএম নুরুজ্জামান সড়ক, শ্যামলী, ঢাকা-১২০৭ ফোনঃ ৫৮১৫৫৬২৭, ফ্যাক্সঃ ৮৮০-২-৪৮১২২৫৭৬, ই-মেইলঃ asa@asabd.org, ওয়েবঃ www.asa.org.bd
THANK U...GOOD INFORMATION
উত্তরমুছুন