Type Here to Get Search Results !

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রােগ্রাম (এনডিপি) জরুরী নিয়ােগ বিজ্ঞপ্তি;

 

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রােগ্রাম (এনডিপি) জরুরী নিয়ােগ বিজ্ঞপ্তি;

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রােগ্রাম (এনডিপি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এমআরএ এর সনদ নং ০১২২৯-০০৩৩২-০০২২২) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযােগীতায় বাস্তবায়িত ঋণ সহায়তা কর্মসূচির আওতায় নিম্নলিখিত স্থায়ী পদসমূহের জন্য যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে...


পদের নামঃ জোনাল ম্যানেজার

পদ সংখ্যাঃ ২টি

বেতনঃ শিক্ষানবীশ কালে ৪৫০০০-৫০০০০টাকা পর্যন্ত

শিক্ষাগত অভিজ্ঞতা ও অন্যান্য যােগ্যতা ঃস্নাতকোত্তর।ক্ষুদ্র ঋণ/ ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ২০টি শাখা পরিচালনায় ২ বছর এবং সংশ্লিষ্ট কর্মসূচিতে সর্বমােট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।


পদের নামঃ ক্ষুদ্র উদ্যোগ ঋণ সমন্বয়কারী, পদ সংখ্যা-০১

বেতনঃ শিক্ষানবীশ কালে ৪৫০০০-৫০০০০টাকা পর্যন্ত

শিক্ষাগত অভিজ্ঞতা ও অন্যান্য যােগ্যতা ঃক্ষুদ্র ঋণ/ ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে জোনাল ম্যানেজার বা সমমানের পদে কমপক্ষে ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে।সংশ্লিষ্ট কর্মসূচিতে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।স্বতন্ত্রভাবে ক্ষুদ্র উদ্যোগ ঋণ পরিচালনাকারী প্রার্থীদের

অগ্রাধিকার দেওয়া হবে।



পদের নামঃএরিয়া ম্যানেজার, পদ সংখ্যা-১০

বেতনঃ৩৫,০০০-৪০,০০০ টাকা ।

শিক্ষাগত অভিজ্ঞতা ও অন্যান্য যােগ্যতাঃন্যূনতম স্নাতক।ক্ষুদ্র ঋণ/ ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ৫টি শাখা পরিচালনায় ৩ বছর এবং সংশ্লিষ্ট কর্মসূচিতে সর্বমােট ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।


পদের নামঃশাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা-৫০

বেতনঃ  শিক্ষানবীশকালীন মাসিক বেতন ৩০,০০০-৩৫,০০০ টাকা
শিক্ষাগত অভিজ্ঞতা ও অন্যান্য যােগ্যতাঃ ন্যূনতম স্নাতক।স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ/ ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৩ বছর এবং সর্বমােট ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃসহকারী শাখা ব্যবস্থাপক, পদ-২৫
বেতনঃ ২০,০০০-২২,০০০ টাকা

শিক্ষাগত অভিজ্ঞতা ও অন্যান্য যােগ্যতাঃস্নাতকোত্তর। ঋণসহায়তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।




 পদের নামঃ হিসাব রক্ষক(শাখা), পদ সংখ্যা-২৫


বেতনঃ ২০,০০০-২২,০০০ টাকা


শিক্ষাগত অভিজ্ঞতা ও অন্যান্য যােগ্যতাঃস্নাতকোত্তর।

ঋণসহায়তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।




পদের নামঃ সিনিয়র ক্রেডিট অফিসার, পদ-২০০

বেতনঃ১৮,০০০-২২,০০০ টাকা

শিক্ষাগত অভিজ্ঞতা ও অন্যান্য যােগ্যতাঃন্যূনতম স্নাতক বছর। ঋণসহায়তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।




পদের নামঃ ক্রেডিট অফিসার, পদ সংখ্যা-১০০


বেতনঃ শিক্ষানবীশকালীন মাসিক বেতন ১৬,০০০-২০,০০০ টাকা।


শিক্ষাগত অভিজ্ঞতা ও অন্যান্য যােগ্যতাঃ উচ্চ মাধ্যমিক ।ঋণসহায়তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।



বিঃ দ্রঃ ১.সকল পদে অধিক যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলােচনা সাপেক্ষে, ২. অধ্যায়নরতদের আবেদন করার প্রয়ােজন নেই, ৩.১ থেকে ৪ নং পদের প্রার্থীদের স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে, ৪. ১ থেকে ৬ নং পদের প্রার্থীদের MS Office ও ইন্টারনেট পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে, ৫. ধূমপায়ীদের আবেদন করার | প্রয়ােজন নেই, ৬. সকল পদে নিয়ােগের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে, ৭. এনডিপির প্রধান কার্যালয় ছাড়া অন্য কোন মাধ্যমে (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না, ৮.৭ ও ৮ নং পদে নির্বাচিত প্রার্থীদের শিক্ষানবীশকালে নির্ধারিত বেতনের ৮০% প্রদান করা হবে এবং স্থায়ী করণের পর অবশিষ্ট ২০% এরিয়া হিসাবে প্রদান করা হবে, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এ নিয়ম শিথিলযােগ্য। সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা ও শর্তাবলীঃ সকল পদের জন্য শিক্ষানবীশকাল ৬ মাস। শিক্ষানবীশকাল শেষে সংস্থার নিয়মিত বেতন কাঠামাে নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বােনাস, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, দুরত্ব ভাতা, জ্বালানী/ যাতায়াত ভাতা, ফ্রি আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি ইত্যাদি প্রদান করা হবে। সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহঋণ, দূর্ঘটনা সহায়তা, কর্মী কল্যান সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপক পদের জন্য ২০,০০০ (ফেরতযােগ্য), সহকারী শাখা ব্যবস্থাপক ও হিসাব রক্ষক পদের জন্য ১৫,০০০(ফেরতযােগ্য) ও সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার পদের জন্য ১২,০০০ (ফেরতযােগ্য) টাকা জামানত দিতে হবে। আগ্রহী প্রার্থীদের ১ কপি জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতা/কর্ম অভিজ্ঞতার সনদ পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, জন্ম সনদের অনুলিপি স্বহস্তে লিখিত দরখাস্তসহ সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবিসহ সহকারী পৰ্বিচালক (মানব সম্পদ ও প্রশাসন) এনডিপি, কাজী মতিউর রহমান সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ অথবা পােষ্ট বক্স-০২, সিরাজগঞ্জ বরাবরে আবেদনপত্র আগামী ১০ সেপ্টেম্বর’২২ তারিখের মধ্যে জমা দিতে হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ্য ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোন প্রকার টিএ ডিএ দেয়া হবে না। বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েব সাইটঃ www.ndpbd.org ভিজিট করুন।


ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রােগ্রাম (এনডিপি) জরুরী নিয়ােগ বিজ্ঞপ্তি;







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ