Type Here to Get Search Results !

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি; bcs administration job circular 2022

 

 নিয়োগ বিজ্ঞপ্তি bd job circular today 2022

বিসিএস প্রশাসন একাডেমি এর অধিনে বিভিন্ন পদে সাতটি শূন্য পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছে থেকে আবেদনের আহবান জানানও হয়েছে। আবেদন করতে http://bcsaa.teletalk.com.bd এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বিসিএস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা
👉 আবেদন শুরুঃ ৩১ জানুয়ারি ২০২২
👉 আবেদনের লিংকঃ http://bcsaa.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ৩ মার্চ ২০২২


পদের নামঃ

১।কম্পিউটার অপারেটর

যোগ্যতাঃ

ক।যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রী

খ।কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাও ২৫ শব্দ এবং ৩০ শব্দের গতি সম্পন্ন এবং stander apitude test এ উত্তীর্ণ হতে হবে।

পদসংখ্যাঃ০১

গ্রেডঃ ১৬

বেতনঃ১২৫০০-৩০২৩০/-

আবেদন জেলাঃ সকল জেলা


২।সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর

যোগ্যতাঃ

ক।যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেঅন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানেরসিজিপিএ তে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রী;

খ।কম্পিউটার ব্যবহারে দক্ষতা;

গ।কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং,ইমেইল,ফ্যাক্স মেশিন ইত্যাদি চালননার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; বিসিএস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ঘ।প্রতি মিনিটে সার্টলিপি লিখনে বাংলায় প্রতি মিনিটে বাংলাও সর্বনিম্ন ৫০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দের গতি সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাও ২৫ শব্দ এবং ৩০ শব্দের গতি সম্পন্ন

পদসংখ্যাঃ০১

গ্রেডঃ১৩

বেতনঃ৯৩০০-২৬৫৯০/-

আবেদন জেলাঃ সকল জেলা


৩।অফিদ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

যোগ্যতাঃ

ক।কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিক্ষায় উত্তীর্ণ;

খ।কম্পিউটার ব্যবহারে দক্ষতা;

গ।কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং,ইমেইল,ফ্যাক্স মেশিন ইত্যাদি চালননার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

ঘর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাও ২০ শব্দ এবং ২০ শব্দের গতি সম্পন্ন

পদসংখ্যাঃ ০১

গ্রেড-১৬

বেতনঃ৯৩০০-২২৪৯০/-

আবেদন জেলাঃ ময়মনসিংহ,খুলনা,চট্টগ্রাম,রাজশাহী,রংপুর বিভাগের জেলাসমূহ বাদে সকল জেলা,তবে শারিরীক প্রতিবন্ধী এবং এতিম কোটায় সকল জেলা আবেদন করতে পারবে।


৪। গাড়িচালক

যোগ্যতাঃ

ক।অন্যূন অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরিক্ষায় উত্তীর্ণ;

খ।হালকা এবং ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে,তবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে;

গ।লিখিত ও ব্যবহারিক পরিক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরিক্ষায় অংশগ্রহনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে;

ঘ।কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠান থেকে ডোপটেষ্টে উত্তীর্ণ হতে হবে।

পদসংখ্যাঃ ০২

গ্রেডঃ১৬

বেতনঃ ৯৩০০-২০০১০

আবেদন জেলাঃ ময়মনসিংহ,ঢাকা,রাজশাহী বিভাগের জেলাসমূহ বাদে সকল জেলা,তবে শারিরীক প্রতিবন্ধী এবং এতিম কোটায় সকল জেলা আবেদন করতে পারবে।


৫।অফিস সহায়ক

যোগ্যতাঃ

ক।কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরিক্ষায় উত্তীর্ণ


পদসংখ্যাঃ০১

গ্রেডঃ ২০

বেতনঃ ৮২৫০-২০০১০/-

;আবেদন জেলা ঃ ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,রংপুর বিভাগের জেলাসমূহ বাদে সকল জেলা,তবে শারিরীক প্রতিবন্ধী এবং এতিম কোটায় সকল জেলা আবেদন করতে পারবে।


৬।পরিচ্চছন্নতা কর্মী

যোগ্যতাঃ

ক।অন্যূন অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরিক্ষায় উত্তীর্ণ;ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

পদসংখ্যাঃ০১

গ্রেডঃ৮২৫০-২০০১০/-

;আবেদন জেলাঃঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,রংপুর বিভাগের জেলাসমূহ বাদে সকল জেলা,তবে শারিরীক প্রতিবন্ধী এবং এতিম কোটায় সকল জেলা আবেদন করতে পারবে।

bcs administration job circular 2022


বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি;bcs administration job circular 2022
বিস্তারিত জানতে ইউটিউবে দেখুনঃbcs administration job circular 2022

আরও চাকুরির আপডেট বিজ্ঞপ্তি জানতে নিচের লিংক গুলোই ক্লিক করুন।

ইউটিউবে দেখতে ক্লিক করুন এখানে

আরও চাকুরির খবর পেতে এখানে ক্লিক করুন 
Facebook page Click 
Jobstudyhome page2 Click 
পরিসংখ্যান ব্যুরো তে নতুন মেগা বিজ্ঞপ্তি ২০২২


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ